For old website, please visit: http://archive.sau.edu.bd
শেকৃবি-এ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি। আগামীকাল ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালিত হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে - ১৪ ডিসেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া এর নেতৃত্বে প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ.কে.ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া । এছাড়া, সকাল ১১টায় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবসের কর্মসূচি মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে - ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া এর নেতৃত্বে প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ.কে.ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও স্বাধীনতা যুদ্ধে শহীদের উদ্দেশ্যে দোয়া । এছাড়া, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও স্টাফ কোয়ার্টার মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া/প্রার্থনা করা হবে। মো. বশিরুল ইসলাম উপ-পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজ ২৪.১১.২০২০ দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের মৃত্যুতে শেকৃবি ভিসির শোক দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এক শোকবার্তায় উপাচার্য বলেন,“ খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান, প্রথিতযশা ও আত্মনিবেদিত সাংবাদিক হারালো, যিনি দেশ সেবা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমগ্র জাতির সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ভিসি মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। (মোঃ বশিরুল ইসলাম) জনসংযোগ কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ০১৭১৬-৫৮১০৮৬
© 2021 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: Information and Communication Center, SAU.