• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষার্থী নাজমুস সাকিব

Post Date: 2023-06-12
image

তারিখ-১২-০৬-২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি শিক্ষার্থী নাজমুস সাকিব

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিব 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২' অ্যাওয়ার্ড পেয়েছেন। রোববার (১১ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২' হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত ২২ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নির্বাচিত শিক্ষার্থীদের হাতে প্রাইজ মানি হিসেবে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। 
এর আগে, গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুন নূর মোহম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়। 
মোঃ নাজমুস সাকিব বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আছেন। স্নাতক পর্যায়ে ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদে সর্বোচ্চ ৩.৯৬ সিজিপিএ অর্জন করে প্রথম স্থান অর্জন করায় তিনি ইউজিসি মেধাবৃত্তি ২০২২ প্রাপ্ত হন।
বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার পাশাপাশি একোয়াটিক বায়ো রিসোর্স রিসার্চ ল্যাব, শেকৃবিতে মৎস্য খাতের বিভিন্ন গবেষণা কার্যের সাথে যুক্ত আছেন। উল্লেখ্য যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে পরিচালিত Fish Diversitz and Ecoszstem Services of Dubla Island of Sundarbans, Bangladesh' গবেষণা প্রকল্পে তিনি গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে কয়েকটি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে সহ-লেখক হিসেবে প্রকাশিত হয়েছে এবং আরও কিছু গবেষণা নিবন্ধ প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে।


কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল 
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেকৃবি, ঢাকা 
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮