• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

কৃষি সংশ্লিষ্ট আট বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Post Date: 2023-08-05
image

তারিখ: ০৫-০৮-২০২৩ ইং

প্রেস বিজ্ঞপ্তি
কৃষি সংশ্লিষ্ট আট বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (৫ আগস্ট) সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ০৮ টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

চতুর্থবারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এবছর নেতৃত্বে দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এবছর মোট ৩ হাজার ৫৪৮ আসনের বিপরীতে ৮১ হাজার ১১৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৪৪ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিলো ৩৫ হাজার ৩২০জন। উপস্থিতি প্রায় ৭৯ শতাংশ । 

শেকৃবিতে ৭ হাজার ৫০০ জনের মাঝে উপস্থিত ছিলো ৬ হাজার ৩৪৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপকেন্দ্রে ২৬ হাজার ৮১৭ জনের মাঝে ২১ হাজার ৭৮৬ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপকেন্দ্রে ১০ হাজার ৪২ জনের মাঝে ৭ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো। 

ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. অলোক কুমার পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

ভর্তি পরীক্ষা শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার ছিল সন্তোষজনক। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল 
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা 
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮