• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

স্ন্যাকস কিপার পণ্য সহজে ক্রয় করার ব্যাপারে শেকৃবির সাথে জার্মানি হোল্ডিং লিঃ সমঝোতা চুক্তি।

Post Date: 2021-02-10
image

স্ন্যাকস কিপার পণ্য সহজে ক্রয় করার ব্যাপারে শেকৃবির সাথে জার্মানি হোল্ডিং লিঃ সমঝোতা চুক্তি। অটোমেটিক মেশিনের মাধ্যমে স্ন্যাক কিপার পণ্য সহজে ক্রয় করার ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জার্মানি হোল্ডিং লিমিটেডের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি ১০ টি স্ন্যাকস কিপার অটোমেটিক মেশিন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে বসানো হবে। স্ন্যাকস কিপার থেকে প্রকৃত মূল্যে সহজে যেকেউ স্ন্যাকস এবং পানীয় জাতীয় আইটেম নগদে, বিকাশ কিংবা কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারবে। এতে কোন দোকানদার থাকবে না। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিতিতে শেকৃবি’র পক্ষে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং জার্মানি হোল্ডিং লিঃ পক্ষে সিইও সোহেল ইবনে সাত্তার এ চুক্তিতে স্বাক্ষর করেন। ছাত্র পরামর্শ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ এবং হেড অব বিজনেস মো: মিলগার রহমান, উম্মে ইসরাত জাহান চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এসময় ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ। মো. বশিরুল ইসলাম উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ০১৭১৬-৫৮১০৮৬