• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে ড্রাই ডাইজেশনের মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন প্রযুক্তি উন্মুক্তকরণ

Post Date: 2021-06-28
image

গত ২৭-০৬-২০২১ সকাল ১০:০০ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে কিচেন ওয়েস্ট ও মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট (গঝড) থেকে এনএরোবিক ড্রাই ডাইজেশনের মাধ্যমে বায়োগ্যাস এবং অর্গানিক ফার্টিলাইজার উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এ প্রযুক্তিটি ইউরোপের বিভিন্ন দেশে একটি প্রচলিত পদ্ধতি। মাটির উপরে চেম্বারের মাধ্যমে স্বল্প খরচ এবং সহজতর উপায়ে গ্যাস উৎপাদন এবং শুকনো জৈব সার তৈরির লক্ষে বাংলাদেশে প্রথম এই পদ্ধতিটি অবলম্বন করে ভালো ফল পাওয়া যায় যা বাংলাদেশের শহর, গ্রামসহ সকল জায়গায় সহজেই ব্যবহারযোগ্য বলে প্রতিয়মান। তবে বাংলাদেশে প্রথমবারের মত বাংলাদেশ বায়োগ্যাস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (বিবিডিএফ) এবং এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় (শেকৃবি) যৌথভাবে এই গবেষণা কাজটি করেছেন। শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের পক্ষে অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ এবং জনাব মোঃ এনায়েত কবির, সহকারী অধ্যাপক, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ এবং বিবিডিএফ এর ঞবধস-এ ছিলেন জনাব মোকাররম বিল্লাহ্ চৌধুরী, জনাব নাজমুল হক, জনাব রওশন চৌধুরী এবং শাহেদ ইসরায়েল খাঁন। উক্ত গবেষণায় এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত মাস্টার্স ছাত্রী আফসানা আক্তার সহযোগী হিসেবে কাজ করেছেন। এই পদ্ধতিতে গঝড অথবা করঃপযবহ ধিংঃব অথবা গধৎশবঃ ধিংঃব অথবা অমৎরপঁষঃঁৎধষ ধিংঃব এ অতিরিক্ত পানি ব্যবহার না করেই বায়োগ্যাস উৎপাদন করা হয়েছে। ড্রাই ডাইজেশন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপাদন বেশি এবং গ্যাস উৎপাদনের পরে অবশিষ্ট ডাইজেস্টেড পরবর্তীতে অতি সহজেই এরোবিক প্রক্রিয়ার মাধ্যমে আদর্শ অর্গানিক সার তৈরি করা সম্ভব হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভুঁইয়া, শেকৃবি’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ঝঁংঃধরহধনষব ধহফ জবহবধিনষব ঊহবৎমু উবাবষড়ঢ়সবহঃ অঁঃযড়ৎরঃু (ঝজঊউঅ) এর চেয়ারম্যান, অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আলাউদ্দীন, জনাব হেলাল উদ্দিন, চেয়ারম্যান বিবিডিএফ, সেলিমা জাহান, সদস্য (যুগ্ম সচিব), (ঝজঊউঅ) এবং প্রকল্প পরিচালক, ঐঊচ চৎড়লবপঃ. উক্ত বায়োগ্যাস উৎপাদন প্রদর্শনী এবং উন্মুক্তকরণ অনুষ্ঠানে শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, শুষ্ক পদ্ধতি কিচেন ওয়েস্ট এবং মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন প্রযুক্তিটি ব্যবহারের ফলে একদিকে পানি অপচয় রোধ হবে সে সাথে পরিবেশের দুষণও কমিয়ে আনা সম্ভব এবং আমরা এ থেকে বায়োগ্যাস বায়োফার্টিলাইজারও পাবো। তিনি উক্ত গবেষণা কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং এ গবেষণার জন্য শেকৃবি’কে বেঁছে নেওয়ায় বাংলাদেশ বায়োগ্যাস ডেভলপমেন্ট ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান। (এ. এইচ. এম. মোস্তফা কামাল) জনসংযোগ কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় ফোন-০১৭৪৩০৪৪১২৮