শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের মাঝে যৌথ গবেষণার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেরই গবেষণার ক্ষেত্রে আধুনিক গবেষণা যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠার লক্ষ্যে শেকৃবি আধুনিক গবেষণা যন্ত্রপাতির সহজলভ্যতা ও গবেষণার পরিধি বাড়াতে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ১৯ জুলাই সোমবার বেলা ৩.০০ টায় বিসিএসআইআর এর সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শেকৃবি'র পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এবং বিসিএসআইআর এর পক্ষে প্রতিষ্ঠানটির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. লাম ইয়া আসাদ, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীব, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উদয় কুমার মহন্ত সহ সিনিয়র শিক্ষকবৃন্দ এবং শেকৃবি'র রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। এসময় বিসিএসআইআর এর সদস্য প্রশাসন মুহাম্মদ শওকত আলী (যুগ্ম সচিব), বিসিএসআইআর এর সচিব শাহ আব্দুল তারিক, গবেষণা পরিচালক ড. মোঃ সারোয়ার জাহান সহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন। শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমাদের দেশে সকল প্রতিষ্ঠানেরই গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। এ চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের গবেষকদের গবেষনার তথ্য বিনিময়, গবেষণাগার ব্যবহারের সুযোগ গবেষকদের গবেষণা সহজতর করতে সহায়ক হবে। এ চুক্তির ফলে কৃষি গবেষণা ও কৃষির উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। এ সমঝোতা স্মারক চুক্তির জন্য তিনি বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান সহ সমঝোতা চুক্তির সাথে সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান। এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা শেকৃবি, ঢাকা-১২০৭ মোবাইলঃ০১৭৪৩০৪১২৮
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.