• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে শেকৃবিতে মানববন্ধন

Post Date: 2021-10-24
image

প্রেস রিলিজ। সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে শেকৃবিতে মানববন্ধন । সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো এই স্লোগান সামনে রেখে আজ ২৪ অক্টোবর ২০২১ (রবিবার) সকাল ০৯:৩০ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস. এম. মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমাদের সম্প্রীতির ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো। প্রায় দশ হাজার বছর ধরে এদেশে সকল ধর্মের, বর্ণের মানুষ একত্রে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, দেশকে ভালোবেসেছে এবং দেশের জন্য কাজ করেছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে স্বাধীন দেশ পেয়েছি এবং বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন এগুচ্ছে তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মকে ব্যবহার করে নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাদের হাজার বছরের পুরোনো সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তিনি বলেন আমরা ধর্মের নামে কোন অপশক্তিকে সহ্য করব না। তিনি সাম্প্রতিককালে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের সাথে জড়িতদের আইনের আওতায় আনায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি সম্প্রীতির মানববন্ধনে অংশ নেয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকেও ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগুচ্ছে তখনই মৌলবাদী ধর্মান্ধগোষ্ঠি ধর্মের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। মানববন্ধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, ড. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী, সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক বেগ, আইসিসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন, সিনিয়র শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদান্তে এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি মোবাইল: ০১৭৪৩-০৪৪১২৮