প্রেস রিলিজ। শেকৃবিতে এএসভিএম অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মার্চ ২০২২ (সোমবার) বেলা ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার সেমিনার রুমে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কে.বি.এম. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং আল মদিনা ফার্মাসিউটিক্যাল এর জিএম মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. লাম—ইয়া—আসাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এএসভিএম অনুষদের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমরা এ উপমহাদেশের প্রাচীনতম কৃষি শিক্ষার প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছো। এদেশের কৃষি ও দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য অত্র প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। অত্র বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগণ দেশের কৃষির উন্নয়নে বিশেষ করে ক্রপ কৃষির সকল গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। এখানে পশুপালন ও পশু চিকিৎসা কোর্স একত্রে চালু বিধায় দেশের প্রয়োজনে এটি সত্যিকার অর্থে একটি যুগোপযোগী কোর্স কারিকুলা। তিনি আরো বলেন, তোমরা তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকেও গুরুত্ব দিয়ে চর্চা করে ভবিষ্যতে নিজেদেরকে একজন দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে তৈরি করবে এবং ২০৪১ সালের উন্নত রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং আল মদিনা ফার্মাসিউটিক্যাল এর জিএম মোঃ আব্দুল মান্নান। তাছাড়া নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাফায়েত হোসেন রিমন ও সুশীলা পাল। অনুষ্ঠানে এএসভিএম অনুষদের কোর্স ক্রেডিট সিস্টেমের উপর প্রেজেনটেশন প্রদান করেন এনিম্যাল নিউট্রিশন এন্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন। কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা মোবাইল—০১৭৪৩—০৪৪১২৮
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.