প্রেস রিলিজ। সীমিত পরিসরে শেকৃবিতে বর্ষবরণ অনুষ্ঠিত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে বর্ষবরণ ১৪২৯ উদযাপিত হয়েছে। আজ ১৪ এপ্রিল ২০২২ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরবর্তীতে মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া'র নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন শেকৃবি'র মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। মাননীয় ভাইস—চ্যান্সেলর তাঁর বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব সার্বজনীন। সকল ধর্মের, সকল বর্ণের মানুষ বর্ষবরণ উৎসবে মেতে উঠেন। বাঙালির চিরায়ত আবাহন যেন নতুন করে সবাইকে জাগিয়ে তুলে। আমরা ধর্মনিরপেক্ষ ভাবে এ উৎসব পালন করে থাকি। ধর্ম যেন আমাদের সংস্কৃতিকে খামছি মেরে আকড়ে না ধরে। আজকের আনন্দের এ দিনে বাংলা নববর্ষ আমাদের আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এবং যা কিছু দুঃখ বেদনা সেগুলো দূর করে নিয়ে যাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন, প্রক্টর ড. মোঃ হারুন—উর—রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, খামার তত্বাবধায়ক ড. আল শামছুল হক, শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র—ছাত্রীবৃন্দ। কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা মোবাইল—০১৭৪৩—০৪৪১২৮
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.