• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেডের সমঝোতা চুক্তি

Post Date: 2022-05-24
image

প্রেস রিলিজ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেডের সমঝোতা চুক্তি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের একটি শাখা স্থাপনের বিষয়ে আজ ২৩—০৫—২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় ভাইস—চ্যান্সেলর মহোদয়ের সভা কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন শেকৃবির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির মহাব্যবস্থাপক এ.কে.এম. শামীম রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডীন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, আইসিসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসাইন, প্রক্টর ড. মোঃ হারুন—উর—রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, অগ্রণী ব্যাংক লিঃ এর উপ—মহাব্যবস্থাপক এস.এম. জহিরুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এনামুল হক। অগ্রণী ব্যাংকের এ শাখা স্থাপনের ফলে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলেই সকল ধরণের ব্যাংকিং সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংকিং সুবিধাসহ সহজ শর্তে ল্যাপটপ/ডেস্কটপ ক্রয়ে ঋণ সুবিধা পাবে। কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা মোবাইল—০১৭৪৩—০৪৪১২৮