This site is under construction. For old website, please visit: http://archive.sau.edu.bd
তারিখ- ২৩ ডিসেম্বর ২০২০ শেকৃবিতে উদ্ভাবিত ‘সাউ পেরিলা-১’ এর বীজ বিতরন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত তৈল ফসল ‘সাউ পেরিলা-১’ এর বীজ থেকে তৈল আহরণ প্রদর্শনী ও বাংলাদেশে চাষ সম্প্রসারণেন জন্য বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর, ২০২০) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স কক্ষে এ তৈল বীজ বিতরণ করা হয়। ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক। দেশে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ আবহাওয়ায় অভিযোজন সম্পন্ন নতুন এক তৈলজাত ফসলের নাম পেরিলা। দীর্ঘ দিন গবেষণা করে পেরিলাকে দেশীয় আবহাওয়ায় অভিযোজন করাতে সক্ষম হয়েছেন একদল গবেষক। ইতোমধ্যে সাউ পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি) নামে নতুন জাতটির নিবন্ধন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। সারা দেশে চাষ সম্ভব এই ফসলের জাত। কৃষিতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. এইচএম তারিক হোসাইনের অধীনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার তার পিএইচডি গবেষণায় পেরিলা নিয়ে কাজ করে এই সফলতা লাভ করেন। মো. বশিরুল ইসলাম উপ-পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
© 2021 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: Information and Communication Center, SAU.