News and Event Details
শেকৃবিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Post Date: 2024-02-21
শেকৃবিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।
এসময় মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফ ওয়ারেস নেওয়াজ, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসাইন, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. তুহিন শুভ্র রায়, বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক অধ্যাপক ড. শরমিন চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে ছিলেন।
ভাইস-চ্যান্সেলরের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন- শিক্ষক সমিতি, নীল দল, সাদা দল, শেকৃবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল, বিভাগ, কর্মকর্তা সংগঠন, কর্মচারী সংগঠন, সাংবাদিক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুস্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করে মাননীয় ভাইস-চ্যান্সেলর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, "একুশ মাথা নত না করার অঙ্গিকার ব্যক্ত করেছিলো। তারই পথ ধরে আমাদের সকল আন্দোলন, সংগ্রাম ও আমাদের স্বাধীনতা। বাংলাদের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে পাকিস্তানিরা যে ষড়যন্ত্র করেছিলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলো এদেশের ছাত্র জনতা। ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু জেলে গিয়েছিলেন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ পেয়েছি। তারই রুপ ধরে আজকে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় যাচ্ছে"।
এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ধন্যবাদান্তে
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮