তারিখ: ২৮-০৯-২০২৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি
বন্যা কবলিতদের পুনর্বাসনের নিমিত্তে মুরগীর বাচ্চা, ধানের চারা, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ
বন্যা কবলিতদের পুনর্বাসন নিমিত্তে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২৭/০৯/২০২৪ ইং তারিখ বিকাল ৫টায় প্রান্তিক চাষীদের মাঝে পাঁচ হাজার মুরগীর বাচ্চা, ত্রিশ বিঘা পরিমাণ রোপনের ধানের চারা, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়। এই কর্মসূচীটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বল্পমেয়াদী ব্রি-৭৫ ধানের চারা ২৫জন কৃষককে, বিনা-১৭ ধানের চারা ৩০জন কৃষককে এবং দীর্ঘ মেয়াদী বিআর-২৩ ধানের চারা ২০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান, গেস্ট হাউজ ইন-চার্জ ড. মো: আরফান আলী, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: লুৎফুর রহমান মৃদুল, জনসংযোগ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ঢাকা ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো: কাতেবুর রহমান, ছাত্র সমন্বয়ক মো: রানা ইসলাম, সাব্বি আহম্মেদ, জাহিদ হাসান, মো: মফিজ শেখ, এস এম জাহিদ হুসাইন এবং নুর ইসলাম। স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তফা কামাল।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা,
শেকৃবি, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.