Mujib Logo

  • +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শুদ্ধাচার পুরষ্কার পেলেন শেকৃবি’র তিন জন

Post Date: 2022-06-28
image

প্রেস রিলিজ

শুদ্ধাচার পুরষ্কার পেলেন শেকৃবি’র তিন জন 

 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক ও কর্মচারী ২০২১—২২ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। আজ ২৮ জুন ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ পুরষ্কার প্রদান করা হয়। 

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান এর সঞ্চালনায় পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রভোস্ট, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান। 

২০২১—২২ অর্থ বছরের ২য় থেকে ৯ম গ্রেডের একজন, ১০ম থেকে ১৬তম গ্রেডের একজন এবং ১৭—২০তম গ্রেডের একজনকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার হিসেবে একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্ত তিন জন হলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন—উর—রশিদ, পরীক্ষা শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট (কম্পিউটার) মোঃ শাফিউল ইসলাম ও ভিসি সচিবালয়ের সিনিয়র অফিস সহায়ক মোঃ আবু হানিফ। 

 

কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল 
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা 
মোবাইল—০১৭৪৩—০৪৪১২৮