শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি একাডেমিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও টিএসসি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কৃষাণ-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসক সেজে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, ডিন পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিচালক আই কিউ এ সি অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী , পরিচালক ইনস্টিটিউট অফ সীড টেকনোলজি অধ্যাপক ড. নাজনীন সুলতানা, পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. নাহিদ জেবা, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক বহি:রাঙ্গন কার্যক্রম ড. মোঃ জামশেদ আলম, পরিচালক পরিবহন পুল অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং পরিচালক টি এস সি অধ্যাপক মোঃ আক্তার হোসেন।
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা একাত্মতার বন্ধনে আবদ্ধ হন।
ধন্যবাদান্তে
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.