• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

কেরানীগঞ্জে টেকসই উৎপাদনের জন্য ক্লাইমেট-স্মার্ট কৃষি পদ্ধতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ

Post Date: 2025-06-30
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৯৩                                                                                               তারিখ: ৩০-০৬-২০২৫ ইং

প্রেস রিলিজ
কেরানীগঞ্জে টেকসই উৎপাদনের জন্য ক্লাইমেট-স্মার্ট কৃষি পদ্ধতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ 

৩০ জুন ২০২৫ সোমবার সকাল ১০:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম শাখার উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের সেমিনার কক্ষে টেকসই উৎপাদনের জন্য ক্লাইমেট-স্মার্ট কৃষি পদ্ধতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গবাদীপশু পালনকারী ৪০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে ১৩ জন মহিলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, হাঁস-মুরগী, গরু-ছাগলের স্বাস্থ্য সম্মত বাসস্থান, সুষম খাদ্য ও উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা ক্লাইমেট-স্মার্ট কৃষিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। যাতে করে আপনরা লাভবান হবেন তথাপি দেশের প্রাণীজ আমিষেরও ঘাটতি পূরণ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাদাত হোসেন, কেরানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার বেগ, প্রাণীসম্পদ অধিদপ্তরের সংযুক্তি সম্প্রসারণ শাখার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম রকিবুল হাসান। প্রাণীস্বাস্থ্য শাখার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ কামরুল হাসান। এখানে উল্লেখ্য যে এই প্রশিক্ষণে ৫ জন প্রাণীসম্পদ কর্মকর্তাই জলবায়ু পরিবর্তনের সাথে সংগতি রেখে ক্লাইমেট-স্মার্ট পদ্ধতিতে গবাদীপশু পালন কারার প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রম এর সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ হুমায়ন কবির।

(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১