স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৯৪ তারিখ: ০২-০৭-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি’তে “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
০২ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের নীচ তলায় “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। প্রথমে তিনি টি এস সি চত্ত্বরে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ডোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রকৌশলীদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন অতি সত্তর আমাদের বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল অনুষদ খুলতে যাচ্ছি। এতে করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান । অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই এর চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.