Mujib Logo

  • +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবি’তে এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ক্লোজিং এন্ড ফিডব্যাক প্রোগ্রাম-২০২০ অনুষ্ঠিত

Post Date: 2021-10-06
image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ক্লোজিং এন্ড ফিডব্যাক প্রোগ্রাম-২০২০ আজ মঙ্গলবার ০৫ অক্টোবর সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের সেমিনার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা লিমিটেডের এনিম্যাল হেলথ বিভাগের প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টার্নশীপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অনুষদের ডীন অধ্যাপক ড. লাম-ইয়া-আসাদ। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, “এ দেশের কৃষির সূতিকাগার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজ তোমরা সে বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রী সমাপ্ত করেছো। আমাদের প্রত্যাশা থাকবে তোমরা প্রত্যেকেই দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে নিজেকে তৈরি করে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত করবে”। ধন্যবাদান্তে এ.এইচ.এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮