Mujib Logo

  • +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Post Date: 2022-12-27
image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) কর্তৃক "জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মীর্জা হাসানুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। উক্ত কর্মশালায়  সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান।
 
কর্মশালায় মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, "কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যদিয়ে অফিস পরিচালনার একটি চমৎকার  ব্যবস্থাপনা এপিএ এর মধ্যে রয়েছে। সকলে মিলে নিয়মের মধ্যে এসে কর্মসম্পাদন করতে হবে। আমরা  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সচেষ্ট থাকবো। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। আমরা  সকলে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আরোও এগিয়ে নিয়ে যেতে পারবো"।
 
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং এপিএ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির ফোকালপয়েন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
 
স্বাক্ষরিত-
এ. এইচ. এম. মোস্তফা কামাল
জনসংযোগ কর্মকর্তা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। 
মোবাইলঃ ০১৭৪৩-০৪৪১২৮