তারিখ: ১০-০৫-২০২৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবি'র পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের নতুন ডিন হলেন ড. মোঃ আব্দুর রাজ্জাক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি'র) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। বুধবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিনের দায়িত্বে থাকা অধ্যাপক ড. অলোক কুমার পাল স¤প্রতি শেকৃবি'র প্রো-ভিসি পদে যোগদান করায় বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে তাকে অব্যাহতি প্রদান করে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাককে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়। একই সাথে গবেষণা বিভাগের পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) প্রভাষক পদে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রতিষ্ঠাকালীন সদস্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশি ও বিদেশি জার্নালে তার ৩৯ টির অধিক গবেষণা প্রকাশিত হয়েছে।
একই দিনে পৃথক অফিস আদেশে গবেষণা বিভাগের পরিচালক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান এবং কৃষিতত্ব বিভাগের অধ্যাপক ড. তুহিন শুভ্র রায়কে (আইকিউএসি) এর পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগ প্রাপ্ত পোস্ট গ্রাজুয়েট ডিন ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, "ডিন হিসেবে আমার চেষ্টা থাকবে আমাদের এম.এস এবং পি.এইচ.ডি ডিগ্রির মান বৃদ্ধি করা যাতে এই ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া সেশনজট কমানো এবং গবেষণা ও থিসিসের মান বৃদ্ধির জন্যও আমি সর্বোচ্চ চেষ্টা করব।"
স্বাক্ষরিত—
এ. এইচ. এম. মোস্তফা কামাল
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি
মোবাইলঃ ০১৭৪৩০৪৪১২৮
© 2023 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: Information and Communication Center, SAU.